বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার বিকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন মশক নিধন ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. ইসরাত ফারজানা, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ, আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম, ওয়াজেদ আলী প্রধান ও রাণী বেগম এবং উপ-সহকারী মেডিকেল অফিসার শাহাউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, মশার অত্যাচার থেকে পৌরবাসীকে রক্ষা করতে আজ থেকে আমরা মশক নিধন অভিযান শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায়ই এ ওষুধ স্প্রে সম্পন্ন করা হবে। পৌরসভার অভিযানের পাশাপাশি নিজ নিজ বাড়ি সংলগ্ন ঝোপঝাড় কেটে ফেলাসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশক নিধনে পৌরবাসীকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …