শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম থেকে সহায়তা যাচ্ছে তুরস্কের

বড়াইগ্রাম থেকে সহায়তা যাচ্ছে তুরস্কের

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে সহায়তা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানবিক সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদত উল্লা নুর সুমন। শনিবার দুপুরে তিনি ঢাকার তুরস্ক অ্যাম্বাসির উদ্দেশে রওনা দেন।

শাহাদত উল্লা নুর সুমন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী মানবিক সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার সাহেবের সহযোগীতায় প্রায় এক লক্ষ টাকার সহায়তা সামগ্রী তুরস্ক দূতাবাসে সহায়তা সামগ্রী পৌছে দেওয়া হবে। এই সহায়তা সামগ্রী মধ্যে রয়েছে জরুরী ঔষধ, শিশুখাদ্য ও বেবি ডাইপারসহ ১০ রকমের সহায়তা সামগ্রী।

তিনি আরো বলেন, আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে থাকা প্রয়োজন। আমরা মানবিক সেবা ফাউন্ডেশনের মাধম্যে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। বিত্তবানদেরও তুরস্কের মানুষের পাশে থাকার অনুরোধ জানাই।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …