বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রাম থেকে গাঁজাসহ এক যুবক আটক

বড়াইগ্রাম থেকে গাঁজাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থেকে গাঁজাসহ নূরনবী (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কিল্লাপাড়া গ্রাম থেকে তাকে প্রায় ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক নূরনবী গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের তাজউদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশন দল বড়াইগ্রামের কেল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সংরক্ষণ এবং বিক্রয়কালে নূরনবীকে ১ কেজি ৯শ গ্ৰাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …