সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রাম থেকে গাঁজাসহ এক যুবক আটক

বড়াইগ্রাম থেকে গাঁজাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থেকে গাঁজাসহ নূরনবী (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কিল্লাপাড়া গ্রাম থেকে তাকে প্রায় ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক নূরনবী গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের তাজউদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশন দল বড়াইগ্রামের কেল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সংরক্ষণ এবং বিক্রয়কালে নূরনবীকে ১ কেজি ৯শ গ্ৰাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …