সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম থানায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বড়াইগ্রাম থানায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
“মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এই স্লোগানে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বনজ, ফলদ ও ঔষুধি গাছের প্রায় ১ হাজার বৃক্ষের চারা রোপন কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সোমবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাসের নেতৃত্বে থানা চত্ত্বরে ও এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন থানার এসআই শামসুল ইসলাম, এ এসআই রায়হান, এ এসআই বাবুলসহ অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা মহোদয়ের নির্দেশনায় থানা চত্ত্বরসহ এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …