রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা বণিক সমিতির যুগপূর্তি উৎসব

বড়াইগ্রাম উপজেলা বণিক সমিতির যুগপূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা ও প্রীতি ভোজের মধ্য দিয়ে বড়াইগ্রাম উপজেলা বণিক সমিতির এক যুগ পূর্তি ও ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুন:নির্বাচিত সভাপতি ফজলুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক এম জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মহিবুর রহমান সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। এর আগে সকালে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও মহিবুর রহমান, ডাক্তার রুস্তম আলী, সমিতির সাবেক সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজউদ্দিন ও সমিতির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান গাজীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …