রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন আইন অমান্য করে জরিমানা গুনলেন ইউপি সদস্য

বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন আইন অমান্য করে জরিমানা গুনলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনুমোদনবিহীন মোটর সাইকেল নিয়ে রাস্তায় নেমে জরিমানা গুনলেন ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা। তিনি বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা বুধবার উপজেলার শ্রীরামপুরে এ জরিমানা করেন।

জানা যায়, ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বুধবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদনবিহীন মোটর সাইকেল নিয়ে বের হন। এ সময় তার মোটর সাইকেলের সামনে একজন চেয়ারম্যান প্রার্থীর প্রতিক সম্বলিত স্টিকার লাগানো ছিল। পথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা দেখতে পেয়ে তাকে জরিমানা করেন এবং তার গাড়ির চাবি জব্দ করেন।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …