মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বনপাড়া বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড কমিশনার আতাউর রহমান মৃধা, বোরহান উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম নজু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বনপাড়া পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের চারশ’ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …