রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা চেয়াম্যান করোনা আক্রান্ত হলেও থেমে নেই খাদ্য সহায়তা

বড়াইগ্রাম উপজেলা চেয়াম্যান করোনা আক্রান্ত হলেও থেমে নেই খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়াম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা আক্রান্ত হলেও থেমে নেই খাদ্য সহায়তা। হোম আইসোলেশনে থেকেও প্রতিনিধি মারফত খাদ্য হায়তা পাঠিয়ে দিচ্ছেন অসহায় মানুষের কাছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওদা জোয়াড়ী এলাকায় এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

অতিবৃষ্টিতে প্লাবিত এবং বন্যা আক্রান্ত এলাকা নওদা জোয়াড়ী এলাকার বন্যাদুর্গত ১০০ জন মানুষের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা:সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রমানিক ও স্থানীয় নেতা আনোয়ার হোসেন দুলাল,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, ডা:সিদ্দিকুর রহমান পাটোয়ারী তাদের বলেছেন যে- ঈদকে সামনে রেখে আমার অনুপস্থিতিতে এলাকার মানুষ যাতে কষ্ট না পায়। তাই তার অনুরোধে আমরা তার পক্ষে এই খাদ্য সহায়তা নিয়ে আসছি। আপনারা ডাক্তার সাহেবের জন্যে দোয়া করবেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …