নিউজ ডেস্ক: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক ) নির্বচিত হয়েছেন কচুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (বাংলা) বারী আলম। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা পর্যায় উদযাপন কমিটি কর্তৃক মনোনীত হয়েছেন। বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ এই উপলক্ষে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি ২০১৭ সালে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা -নির্বাচিত হন। তিনি এটুআই পরিচালিত মুক্তপাঠের একজন ব্যাচ অর্জনকারী সক্রিয় সদস্য। বারী আলম ১৯৯৯ ইং সালে কচুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন সময়ে টিকিউআই এবং সেসিপ কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দক্ষতার সাথে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করে শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক দের নিকট সুনাম অর্জন করে চলেছেন। এছাড়া
তিনি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা এর শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা (বাংলা) মাস্টার ট্রেইনার হিসাবেও দায়িত্ব পালন করছেন । এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী এর প্রধান পরীক্ষক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।