সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক:

বড়াইগ্রাম (নাটোর)

নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম ভুট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. চামেলী বেগম। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খাঁন, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুুল্লাহ আল আজাদ দুলাল, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আকবর আলী, বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা আকরামুুল হাসান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মহিদুল ইসলাম প্রমুখ। সভায় বাল্য বিবাহ, জুয়া খেলা ও মাদক প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে আলোচনা হয়। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …