সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসাহাক আলী মোল্লাকে সভাপতি, মাসুদ করিম বাকিকে সহ সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার বিকালে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক। বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাস্টার, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস সোবহান প্রামাণিক, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল বারী মজুমদার, সাধারণ সম্পাদক ইসহাক আলী, জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার ও ইউপি সদস্য ডা. ফেরদৌস উল আলম বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …