সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ৬বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

বড়াইগ্রামে ৬বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ৬বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ ১জুন শনিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরশহরের দিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম মোজাহার হোসেন বিপ্লব। সে মহিষভাঙ্গা এলাকার মৃত মকবুল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিশুটির মা তার কর্মস্থলে যাওয়ায় বাড়িতে একা পেয়ে বিপ্লব শিশুটিকে ডেকে নিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে শরীরে বিভিন্নস্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে অভিযুক্ত বিপ্লব। এসময় এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপ্লবকে আটক করেছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …