সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার

বড়াইগ্রামে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ২৫ লিটার চোলাই মদসহ রহুল আমিন (৪৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা চান্দাই সর্দার পাড়া গ্রামের রহুল আমিনের বাড়ি থেকে এই মদ উদ্বার করা হয়। আটক রুহুল আমিন উপজেলার চান্দাই গ্রামের মৃত জুমার উদ্দীনের ছেলে।

বড়াইগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাই গ্রামে রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান কালে ২৫ লিটার চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাতি উদ্ধারসহ রুহুল আমিনকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, রহুল আমি কয়েক বছর যাবত এই মদ ও মাদকের ব্যবসার সাথে জড়িত। স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই কার্যক্রম করে আসছিল।

বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, মাদক ব্যবসাই রুহুল আমিনের বিরুদ্বে এসআই রবিউল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …