নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ২০ লক্ষ টাকার হিরোইন উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রোববার দুপুর একটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ বাজার এলাকায় থেকে এই হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মালামাল বড়াইগ্রাম থানায় জমা দিয়েছে বিজিবি।
বাংলাদেশ বর্ডার গার্ডের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী ব্যাটালিয়ন ১ এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ বাজার এলাকায় যশোর থেকে রাজশাহী গামী মেট্রেপলিটন আসিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-১০) বাস তল্লাশী করা হয়।
তল্লাশী কালে বাসের বাংকারে ভিতরে একটি ব্যাগের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় এক কেজি নয় গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ ১৮ হাজার টাকা।
তিনি আরো বলেন, উদ্ধার কৃত দ্রব্যদি বড়াইগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …