বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক

বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। এ সময় ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের মৃত ছামসুল আলমের ছেলে সুরুজ মিয়া (৩৮) ও রংপুরের কাউনিয়ার নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন মিয়া (৩৩)।

সোমবার সকালে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে ওই ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের আটক ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তারা অন্যত্র নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …