নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ের ফাইভ স্টার হোটেলের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ১০০ গ্রাম হেরোইন সহ আল্লাম হোসেন আলম (৫৫) নামে একজনকে আটক করেছে। আলম রাজশাহীর গোদাগাড়ী দিনচর কানাপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে ।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে হাইওয়ে থানা পুলিশ রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বিভিন্ন বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২২৪৮) থেকে বাসযাত্রী আল্লাম হোসেনকে সন্দেহভাজন আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে নাটোরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …