বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বড়াইগ্রামে হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রামে হত্যার হুমকির প্রতিবাদে অস্ত্রধারী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে দিয়াড় গাড়ফা গ্রামের রবিউল ইসলাম ও শতাধিক গ্রামবাসী। বুধবার দুপুর দুইটার দিকে গ্রামবাসীরা রাজাপুর-জোনাইল সড়কে দিয়াড় গাড়ফা বাজারে এই মানববন্ধনের আয়োজন করেন। এ মানব বন্ধনে দেলোয়ার হোসেনকে অবৈধ পিস্তল রাখার দায়ে ও তা দ্বারা হত্যার হুমকি দেওয়ার অপরাধে তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জনানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, আব্দুল গনি,ফরিদুল ইসলাম

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে জমি নিয়ে এক সালিশী বৈঠকের আয়োজন করা হয়। এতে মতবিরোধের এক পর্যায়ে উত্তপ্ত বাক-বিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে জনৈক দেলোয়ার হোসেন জনসন্মুখে পিস্তল বের করে রবিউল ইসলামকে গুলি করে হত্যার হুমকি দেয় ।উপস্থিত জনগণের বাধায় ব্যর্থ হয়ে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটে । দেলোয়ার হোসেন উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র এবং রবিউল ইসলাম একই গ্রামের হায়াত উল্লার পুত্র।দেলোয়ার হোসেন মুঠো জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য  মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *