সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়াইগ্রাম পৌরসভা চত্ত¡রে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী অসিত কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার।

সভায় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, আনিসুর রহমান খেচু, নীলুফার ইয়াসমিন ডালু ও আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, সাবেক ছাত্রনেতা রবিউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম ও সম্পাদক সেলিম হোসেন বক্তব্য রাখেন।

এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …