রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে স্কুল ছাত্রীর অন্তরঙ্গ ছবি দিয়ে ব্লাক মেইলের অভিযোগ

বড়াইগ্রামে স্কুল ছাত্রীর অন্তরঙ্গ ছবি দিয়ে ব্লাক মেইলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৯ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়িয়ে দিয়ে টাকা দাবী করার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলার কাটাশকোল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


অভিযুক্ত যুবকের নাম শাকিল আহমেদ (২২)। সে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের সাহাবুল ইসলামের ছেলে ও পাবনা এ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সুত্রে জানা যায়, ওই স্কুল ছাত্রীর সাথে অনেকদিনের ধরে প্রেমের সম্পর্ক ছিল শাকিল হোসেনের। রোববার তাদের অন্তরঙ্গ কিছু ছবি ওই ছাত্রীর মায়ের ফোনে দিয়ে টাকা দাবী করে শাকিল হোসেন।

ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলে শাকিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে বাদির নিজ জিম্মায় তাকে নিয়ে গেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …