সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে আটকিয়ে রাখার অভিযোগ গ্রেপ্তার ১

বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে আটকিয়ে রাখার অভিযোগ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:


নাটোরের বড়াইগ্রামে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে বাড়িতে জোড় পুর্বক আটকিয়ে রাখার অভিযোগে লিটন হোসেন (১৮) নামের একজন গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলা নগর ইউনিয়নের এই ঘটনা ঘটে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানাকে অবগত করলে নিজ বাড়িতে থেকে লিটন হোসেন গ্রেপ্তার করে পুলিশ।

নগর ইউপি মেম্বার আব্দুল মান্নান বলেন, বিদ্যায়ের মধ্যন্ন্য বিরতিতে স্কুল থেকে মেয়েটি বাড়িতে যাওয়ার পথে মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে লিটন হোসেন। বিদ্যালয় ছুটির পরে মেয়েটি বাড়িতে না ফিররে খোজাখুজির এক পর্যায়ে অভিযুক্ত লিটন হোসেনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার স্কুল কতৃপক্ষকে অবগতি করলে প্রধান শিক্ষকের মাধ্যমে পুলিশে সপর্দ করা হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এই ঘটনায় একজন গ্রেপ্তার করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …