নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে মাসুদ রানা নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক মাসুদ উপজেলার চর গোবিন্দপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
জানা যায়, মাসুদ বেশ কিছুদিন যাবৎ জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। কিন্তু সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় আরো বেশি ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার মাসুদ মেয়েটির হাত ধরে টানাটানি করাসহ তার শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে মেয়েটির বাবা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মাসুদ রানাকে আটক করে।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বখাটে মাসুদকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অহিদুল হক, বড়াইগ্রাম, নাটোর।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …