নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে সুন্দর সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা। সারাদেশে সকল শিক্ষা বোর্ড এর অধীনে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১ টা পর্যন্ত। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ৪টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২৭৭২ জন, কারিগরি ০২ টি কেন্দ্রে পরিক্ষার্থী ৯৬০ জন এবং দাখিল ০১ টি কেন্দ্রে ৩৭৫ জন সর্বমোট ৪১০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
প্রথম দিনে বড়াইগ্রাম উপজেলার সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: আবুল হায়াত ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। অপর তিনটি কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম। পরীক্ষা চলাকালীন উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছি। আমি সকল কেন্দ্র পরিদর্শন করছি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।