নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে আব্দুল হামিদ(৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আব্দুল হামিদ বড়াইগ্রাম থানাধীন জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা উত্তর পাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে এবং জোয়াড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, কিছুদিন পূর্বে থেকে আব্দুল হামিদ এর ছেলেদের সঙ্গে চলে আসছিল। পারিবারিক কলহের জেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কয়েকদিন আগে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি। আগামী ১৬ আগস্ট ইউনিয়ন পরিষদে সালিশ মীমাংসার দিন ধার্য করা হয়। কিন্তু আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সবার অজান্তে সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ তার ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বড়াইগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …