রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সাংসদকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বড়াইগ্রামে সাংসদকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে উপনির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী কে সংবর্ধনা, কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার আহমেদপুরে অবস্থিত আদম আলী কলেজে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে আজম আলী কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি এ্যাড. আবু আহসান টগর এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডা.  সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদম আলী কলেজের পরিচালনা পর্ষদ এর সদস্য আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলাল সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …