মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন আটক

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম। বুধবার বিকেল ৫টার দিকে নগর ইউনিয়ন ভূমি অফিস, ধানাইদহ থেকে তাদের আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকরা তিনজনই পাবনার ঈশ^রদী উপজেলার বাসিন্দা। তারা হলো বাশেরবাদা গ্রামের পান্না প্রামানিকের ছেলে বাঁধন হোসেন (২৮), ঈশ^রদী গ্রামের ফজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯) ও চরকদিমপাড়া গ্রামের নূর সালামের ছেলে। 

স্থানীয় ও ভূমি অফিস স্টাফ সুত্রে জানা যায়, কথিত সাংবাদিকরা বুধবার বিকেলে অফিসে প্রবেশ করে অপসাংবাদিকতামূলক আচরণ করে। যাহা সাংবাদিকতা পেশার সাথে সাংঘর্ষিক। এক পর্যায়ে অফিস স্টাফ কোনো উপায় না পেয়ে তাদেরকে এক হাজার টাকা প্রদানে বাধ্য হন এবং সুকৌশলে উর্ধ্বতন কতৃপক্ষ সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলামকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রæত ঘটনাস্থলে পৌছেন এবং ঘটনাবলী শুনানীর সময় আটকরা সঠিকভাবে সদুত্তর দিতে না পারায় তাদের সেখান থেকে আটক করেন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হাতে সোপর্দ করেন। 

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে আটককৃত তিন চাঁদাবাজকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে থানায় সোপর্দ করা হয়। পরে বৃহষ্পতিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …