রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে হাট-বাজার কমিটির মত বিনিময় সভা

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে হাট-বাজার কমিটির মত বিনিময় সভা

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বনপাড়া পৌর শহরের নিউ ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এ্যাড. মোখলেছুর রহমান মিলন ও আল মামুন সিরাজ আল-আমিন, বাংলাদেশ প্রেসক্লাব-বড়াইগ্রাম এর সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি ওসমান গণি সোহাগ ও সাধারণ সম্পাদক সুরুজ আলী, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, বড়াইগ্রাম প্রেসক্লাবের সদস্য আব্দুল কাদের সজল,  গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু মুসা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
সভায় হাট-বাজারের শৃঙ্খলা রক্ষা, নিয়ম মাফিক ও নির্ধারিত মূল্যে টোল আদায়, টোল আদায়কারীরে জন্য নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা সহ ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে হাট-বাজার পরিচালনা কমিটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
#

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …