নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ ডা. আয়নুল হক ভবনে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আ’লীগ রাজনীতির সাথে পরিবারের সকল সদস্য সহ স্বজনদের শক্তিশালী সম্পৃক্ততা তুলে ধরে ও পিতা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হককে রাজনৈতিক প্রতিহিংসায় নৃশংসভাবে হত্যা করার ঘটনা তুলে ধরে স্বাধীনতা পরবর্তী উপজেলার দ্বিতীয় ব্যক্তি হিসেবে আ’লীগের মনোনয়ন চান বনপাড়া পৌর আ’লীগের সভাপতি মেয়র কেএম জাকির হোসেন। তিনি মূখ্য আলোচক হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে এমপি মনোনয়ন প্রত্যাশী মেয়র জাকিরের সভা অনুষ্ঠিত
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …