শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

বড়াইগ্রামে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কুমিল্লা ও রংপুরসহ বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক, সাংবাদিক নানা শ্রেণী পেশার লোকজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে মিলিত হয়। ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, ওসি মো. নজরুল ইসলাম মৃধা অংশ নেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …