সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় শহিদুল (৪৫) নামের একজন নিহত হয়েছে। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল মৌখাড়া বাজারের দর্জি এবং রেজূর মোড় এলাকার মৃত মোশাহেদ এর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল দশটার দিকে শহিদুল ইসলাম নিজ বাড়ি রেজুর মোড় এলাকা থেকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজারে নজরুলের সিট কাপোড়ের দোকানের সামনে আসে। এসময় পিছন দিক থেকে আসা গরু বহনকারী একটি ভটভটি গাড়ী শহিদুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।

এসময় এলাকাবাসী ভটভটির চালক শাহিন আলম (২২)কে ভটভটিসহ আটক করে পুলিশে দেয়। আটক ভটভটি চালক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সগুনা গ্ৰামের সাইদুর রহমানের ছেলে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …