নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মাটি টানা ট্রাক্টর ও সিএনজি চালিত থ্রি-হুইলারের সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৪) নামে এক নববিবাহিত যুবক নিহত ও চালকসহ আরো চারজন আহত হয়েছেন। শনিবার রাতে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসাহাক প্রামাণিকের ছেলে।
বড়াইগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মমিন আলী জানান, শনিবার রাত আটটার দিকে আশরাফুল বনপাড়া হতে সিএনজিতে বাসায় ফিরছিলেন। পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড়ে পৌঁছলে পুকুর কাটা মাটি টানার কাজে নিয়োজিত একটি ইঞ্জিন চালিত ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজির চালক ও আশরাফুলসহ পাঁচজন আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশরাফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …