রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত-৮

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত-৮


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৬২) নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত এবং ৮ জন আহত হয়েছে। আজ ৫ অক্টোবর মঙ্গলবার রাত ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুজরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ নাটোর সদর উপজেলার আলাদী গ্ৰামের মৃত আসকান আলীর ছেলে। আজিজ নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালের পরিচালক।

পুলিশ জানায়, আব্দুল আজিজ (৬২) গত রাত্রিতে পাবনা আটরশি পীরের মাজার হতে মাইক্রোবাস যোগে নাটোরের উদ্দেশ্যে রওনা দিলে বড়াইগ্রাম থানা বনপাড়া পাওয়ার আগ মূর্হূতে গুজরা নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দশ চাকা বিশিষ্ট ট্রাকে এসে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের সিটে বসে থাকা আব্দুল আজিজ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মাইক্রোবাসটিতে থাকা অন্যান্য যাত্রী আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …