শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক শরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে সাতটার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি মুন্সিপাড়া এলাকায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। নিহত শরিফুল চট্টগ্রামের মিরসরাই এলাকার মৃত মখলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রবিবার সকালে পৌনে সাতটার দিকে সিরাজগঞ্জ থেকে পাবনা গামী একটি ট্রাক ও পাবনা থেকে চট্টগ্রাম মুখি একটি মাইক্রোবাস উপজেলার বনপাড়া পাবনা মহাসড়ক এর গড়মাটি মুন্সিপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় মাইক্রোবাসের চালক চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। বনপাড়া হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর চালক এবং সহকারীকে আটক করতে পারেনি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …