মঙ্গলবার , মার্চ ১৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিল চালিত ভটভটি গাড়ি চাপায় আতাউর রহমান (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার বনপাড়া পৌর এলকার গোয়ালপাড়া গ্রামের হাবিবুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু বনপাড়া পৌরসভার দিয়ার পাড়া এলাকার রাজু সরদারের ছেলে।

সাইফুর রহমান নামের এক এলাবাসী বলেন, মঙ্গলবার দুপুরে বেপরোয়া গতিতে চলা একটি শ্যালো ইঞ্জিল চালিত ভটভটি চালক শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় চাপা দেয়। এতে শিশুটি মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …