শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সড়কের ধারে তালগাছের চারা রোপন

বড়াইগ্রামে সড়কের ধারে তালগাছের চারা রোপন

 
নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে সড়কের ধারে সারিবদ্ধভাবে ৪০০ তালবীজ রোপন করেছে স্থানীয় কৃষি বিভাগ। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার আটুয়া, গুরুমশীল এলাকার কাঁচা, পাকা রাস্তার পাশ দিয়ে এই তালগাছের চারা রোপন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি থেকে এই বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে। তালগাছের চারা রোপনের সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, কৃষিবিদ শারমিন সুলতানা, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খান, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান (প্রাঃ) প্রমুখ।

আরও দেখুন

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে -দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি …