নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামের ৭টি শ্রমিক ইউনিয়নের সভাপতি-সম্পাদক করোনা ভাইরাস আতঙ্কে ঘরে বসে থাকা ক্ষতিগ্রস্থ শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনা মূল্যে প্রাপ্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর রোববার স্মারকলিপি প্রদান করেন।
জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তফিজুল ইসলাম পারুল তাদের প্রতিনিধি হিসেবে স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন এবং বলেন উপজেলায় ৭টি শ্রমিক ইউনিয়নের প্রায় ৫ হাজার খেটে খাওয়া দিনমজুর শ্রমিক করোনিয়া ভাইরাস আতঙ্কে ও সরকারী নির্দেশনায় ঘরে বসে দিনযাপন করছে। এতে খেটে খাওয়া দিনমজুরগণ অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। তাদের এ দুর্দিনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূলে সরবরাহের দাবী জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ তাদেরকে স্বল্প পরিসরে অতি দরিদ্র ও অসহায় শ্রমিকদের তালিকা প্রস্তুতের কথা বলে যতোদুর সম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।
আরও দেখুন
বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের …