শুক্রবার , মার্চ ২১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আফজাল হোসেন মোল্লা (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাকে উপজেলার মাঝগাঁও এর হাদিস মোড় এলাকা থেকে আটক করা হয়। আফজাল ওই এলাকার মৃত জাবেদ মোল্লার ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আফজাল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পিছনে পরিত্যক্ত টয়লেটের কাছে নিয়ে যায়। পরে জোরপূর্বক টয়লেটের ভিতরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় টয়লেটে বেড়ায় নড়াচড়া ও শব্দ হলে প্রতিবেশী একজন টের পেয়ে কাছে এলে সে দৌড়ে পালায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, শিশু কন্যাটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *