বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষার্থীদের প্রহার : প্রধান শিক্ষকসহ ৩ জনকে শােকজ করলেন ইউএনও

বড়াইগ্রামে শিক্ষার্থীদের প্রহার : প্রধান শিক্ষকসহ ৩ জনকে শােকজ করলেন ইউএনও

আবু মুসা, বড়াইগ্রাম
নাটােরের বড়াইগ্রাম উপজেলার কামারদহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রহার ও শ্রেণিত অননুমােদিত গাইড দেখে পাঠ দান করানাের অপরাধে প্রধান শিক্ষক সহ তিন জনকে শােকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাে. আনােয়ার পারভেজ।

আজ মঙ্গলবার তিনি বিদ্যালয় পরিদর্শনকালে এ শােকজ করেন এবং তাদের সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেন। শিক্ষকরা হলেন কামারদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকেন্দার মির্জা, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও রাজিবুল ইসলাম রাজু।

বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মাে.আনােয়ার পারভেজ জানান, বিদ্যালয় সংক্রান্ত আমার কাছে একটি অভিযােগ আসে। আমি গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে স্কুলে যাই এবং অষ্টম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিঙ্গাসাবাদের এক পর্যায়ে অভিযােগের সত্যতার প্রমান পাওয়ায় এবং শ্রেণিত অননুমােদিত গাইড বই থেকে পাঠ দান করানাের অপরাধে প্রধান শিক্ষক সহ তিন জনকে শােকজ করা হয়েছে। তাদেরকে সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …