মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শহীদ সুশীল চন্দ্র পাল ও বিশু চাকী’র স্মরণে প্রার্থনা ও আলোচনা

বড়াইগ্রামে শহীদ সুশীল চন্দ্র পাল ও বিশু চাকী’র স্মরণে প্রার্থনা ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে শহীদ সুশীল চন্দ্র পাল ও বিশু চাকী’র স্মরণে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার নটাবাড়িয়ার কালিতলায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানের ছিলেন সাবেক অতিরিক্ত সচিব(অবঃ), শহীদ সুশীল চন্দ্র পালের পুত্র অজিত কুমার পাল।

এই অনুষ্ঠানে শহীদ সুশীল পাল এবং বিশু চাকীর স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়। সেই সঙ্গে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। পরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …