মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শহীদ মিনার নেই ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে

বড়াইগ্রামে শহীদ মিনার নেই ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম আজ আন্র্Íজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। কোমলমতি শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে শহীদ মিনারে ফুল দেয়ার। অথচ নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। মাতৃভাষার প্রতি নিবিড় টানে স্মৃতি বিজড়িত ফেব্রুুয়ারি এলেই ব্যাকুল হয়ে পড়ে বাঙালি জাতি। এদিকে শহীদ মিনার না থাকায় অশ্রুসিক্ত এদিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না স্ব স্ব এলাকার হাজারো শিক্ষার্থী। বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার কেএম রেজাউল হক জানান, উপজেলার ৯৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৩৯টিতে। অপরদিকে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৩১ টিতে। এছাড়া অধিকাংশ মাদরাসায় এখনো কোন শহীদ মিনার নাই। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বলেন, অনেক প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার না থাকার বিষয়টি আমিও অবগত হয়েছি। গত ১১ ফেব্রুয়ারী শহীদ দিবসের প্রস্তুতি সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় যেসকল বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নাই সেই সকল বিদ্যালয়ে উপজেলা পরিষদের অর্থায়নে এক মডেলের শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন।*

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *