রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে রাস্তা পারপার হতে গিয়ে ভ্যানের পিছনে পাজেরো জিপের ধাক্কা- নিহত ১

বড়াইগ্রামে রাস্তা পারপার হতে গিয়ে ভ্যানের পিছনে পাজেরো জিপের ধাক্কা- নিহত ১

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম ব্যাটারি চালিত অটো ভ্যানের রাস্তা পারাপার হওয়ার সময় পাজেরোজিপের ধাক্কায় একজন নিহত হয়েছে।  সোমবার রাত ১০ ঘটিকার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া মহিষ ভাঙ্গা এলাকার ফারুকের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুল ইসলাম(৪৫)। তিনি রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলী ছেলে। পেশায় ভ্যান চালক। বনপাড়া পৌরসভার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রী নিয়ে বসবাস করেন। ফারুক হোসেন বলেন, নিহত ব্যক্তি ভ্যান নিয়ে মহিষ ভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য মহাসড়ক পারা হচ্ছিলেন। একটি ট্রাক চলে যাওয়ার পর ভ্যান নিয়ে মহাসড়কে উঠছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহি গামী পাজেরো জিপ (ঢাকা মেট্রো ঘ ১২-১২৩২) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি মৃত্যুবরণ করেনন।  বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পাজেরো জিপটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …