শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে রাতের আধারে পুকুরের মাছ চুরি করে মেরে নেওয়ার অভিযোগ 

বড়াইগ্রামে রাতের আধারে পুকুরের মাছ চুরি করে মেরে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে রাতের আধারে পুকুরের মাছ চুরি করে মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য ইয়াদুল ইসলামের পুকুর থেকে মাছ চুরি করে মেরে নিয়ে যায় দুর্বিত্তরা। পরে সকালে বড়াইগ্রাম থানায় পুকুরের মাছ চুরির বিষয়ে অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য ইয়াদুল ইসলাম। 

জানা যায়, গতরাত ৮টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে চলে যান ইয়াদুল ইসলাম। পরে সকালে স্থানীয় লোকজন তাকে জানায় তার পুকুর থেকে কে বা কাহারা পুকুরে মাছ চুরি করে নিয়ে যান। এতে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। পরে ইউপি সদস্য ইয়াদুল ইসলাম স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরও দেখুন

নাটোরে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া পৌর এলাকার মোল্লা হোটেলের সামনে বাস মাইক্রোবাস …