নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে গরীব দুখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বনামধন্য ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন। রোববার ও সোমবার কোন প্রকার হৈ চৈ ছাড়া দুই চারজন সহযোগীকে নিয়ে বড়াইগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬শ টি পরিবারের মাঝে তিনি চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষার তেল ও সাবান বিতরণ করেন।
একই সঙ্গে তিনি তার সঙ্গে থাকা সহযোগীদেরকেও কাউকে ত্রাণ দেয়ার ছবি তুলতে এবং ফেসবুক বা কোন সামাজিক মাধ্যমে পোস্ট করতে নিষেধ করেন বলে জানা গেছে। সোমবার রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে এ প্রতিবেদকের সঙ্গে দেখা হয় তার।
এ সময় তিনি রাতের আঁধারে এসব সামগ্রী বিতরণ প্রসঙ্গে বলেন, করোনার প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কোন কাজকর্মও করতে পারছেন না। এসব মানুষ একান্ত নিরুপায় হয়ে পেটের দায়ে সাহায্য নিচ্ছেন। দিনের বেলায় এসব সামগ্রী দিতে গেলে তারা আমাদেরকে দেখে বা প্রতিবেশীরা জানবে এটা ভেবে লজ্জা পেতে পারেন। তাই আমি তাদেরকে বিব্রত না করে দুর্দিনে রাতের আঁধারে একটু সহযোগিতা করেছি মাত্র।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …