শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

সারাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও দিনব্যাপী দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর- ৪ বড়াইগ্রাম- গুরুদাসপুর সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সাবেক উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আবু খায়েরসহ প্রমুখ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …