নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র মারা গেছে। আহত হয়েছে স্কুল ছাত্রী উপমা (১৫)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় একটি অজ্ঞাত যান তাদের মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আরিফ মারা যায়।
আহত উপমাকে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান। উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফু’র মেয়ে। তারা উভয়ে একত্রে বড়াইগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …