নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাঁজা সহ ১ মাদক বিক্রেতা ও ৫ মাদকসেবীকে আটক করেছে। মঙ্গলবার সকালে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন ৫ মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের দিয়ারপাড়ার রফিক ইসলাম (৪০), হালদারপাড়ার শাহীন (৩২) ও শামীম হোসেন (২৮), মহিষভাঙ্গার ছাইরুদ্দীন (৩৫) ও মালিপাড়ার আলমগীর (২৬)।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, ৫ জনকে আটক করার পর তাদের দেওয়া তথ্য মতে গাঁজা ব্যবসায়ী প্রফেসর পাড়ার জয় হোসেন (২৬) কে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দুপুরে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …