শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মাদক গ্রহণের দায়ে এক জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত

বড়াইগ্রামে মাদক গ্রহণের দায়ে এক জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বড়াইগ্রামে মাদক গ্রহণের দায়ে রুবেল হোসেন (২৮), নামে এক জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে রুবেল হোসেন (২৮), নামের ওই যুবককে আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে ব্রাহ্মণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ তাকে কারাদণ্ড প্রদান করেন। রুবেল উপজেলার ভবানীপুর গ্রামের জব্বার মেম্বরের ছেলে।

পুলিশ জানায়, মাদক গ্রহণ কালে নিজ গ্রাম ভবানীপুর থেকে রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার, (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আনোয়ার পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মাদকদ্রব্য (হেরোইন) সেবন করার দায়ে ০৬ মাসের কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য যে আদালতে রুবেলের নামে অর্ধডজন মামলা বিচারাধীন আছে।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …