শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মাদকাসেবীরা ধ্বংস করে দিলো ২ বিঘার আম বাগান

বড়াইগ্রামে মাদকাসেবীরা ধ্বংস করে দিলো ২ বিঘার আম বাগান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
মাদকাসেবীরা নিয়মিত মাদক সেবন করতো বাগানে। এতে মালিকের লোকজন নিষেধ করায় রাতের অন্ধকারে বাগানের ২৯টি আম গাছ কেটে ধ্বংস করে দেয় তারা। এসময় পাশের জমিতে থাকা ২৩ টি সীম গাছও কেটে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের খোদ্দ কাচুটিয়া গ্রামে রবিবার রাতে।

বাগানের দায়িত্বরত মালি দুর্লভ হোসেন জানান, বনলতা রিফ্রেক্টরির আম বাগান সহ আশে পাশের বাগানে মাদকসেবীরা এসে নিয়মিত মাদক সেবন করতো। এতে মালিক পক্ষের লোকজন নিষেধ করায় তারা রাতের কোন একসময় এসে বাগানের গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।

স্থানীয় কৃষক আব্দুস ছালাম জানান, এ জায়গাটি নিরিবিলি হওয়ায় মাদকসেবীরা নিয়মিত আড্ডা জমায়। তাদেরকে এখানে আসতে নিষেধ করায় ক্ষোভে এ কাজ করেছে।

বনলতা রিফ্রেক্টরির জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম শাহীন জানান, একটি মডেল আম বাগান করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ প্রজাতির আমের চারা এনে রোপন করা হয়েছে। এ বছরই আমের ফলন পেতাম। কিন্তু দুর্বৃত্তরা সব ধ্বংস করে দিলো।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …