মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে জেল জরিমানা

বড়াইগ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৭জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে জেল ও জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে ৭জনকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদের জেল ও জরিমানা করেন।

আটককৃতরা হলেন, উপজেলার বনপাড়াস্থ পাঠানপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে নাজমুল পাঠান (৫২), জোয়াড়ী মৃধাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সুমন হোসেন (২০), নটাবাড়িয়ার মোহাম্মদ রসুলের স্ত্রী সাজেদা বেগেম (৪৫), নটাবাড়িয়া উত্তরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ফিরোজ হোসেন (২০), কালিকাপুর পশ্চিমপাড়ার হোসেন ফকিরের ছেলে সাইদুল ফকির (৩০), বনপাড়া হালদার পাড়ার সিরাজ গাজীর ছেলে আল-আমিন (৩৫), কালিকাপুর মধ্যপাড়ার মৃত মামুন সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে সাতজনের মধ্যে পুরুষ ৬জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করা হয় এবং মহিলা একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …