মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর আটক, চালককে ১৫দিনের জেল

বড়াইগ্রামে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর আটক, চালককে ১৫দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টরের অবাধ চলাচল ও সড়ক নষ্ট করাসহ সড়কে ঝুকিপূর্ণ পরিবেশ তৈরি করার দায়ে ১টি ট্রাক্টর আটক ও চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ট্রাক্টর চালকের নাম মোহাম্মদ শরীফ ভূঁইয়া। সে উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত আরশেদ ভুইঁয়ার ছেলে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন ট্রাক্টর চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ওই ট্রাক্টর চালককে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। একইসঙ্গে আদালত গ্রামীণ সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়ানো ট্রাক্টর ও মাটিটানা বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন পরিচালনাকারীদের উদ্দেশ্যে সাবধান হতে সতর্কতা প্রদান করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) …