শুক্রবার , মার্চ ১৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাটিবাহী ট্রলি চাপায় এক শিশু নিহত

বড়াইগ্রামে মাটিবাহী ট্রলি চাপায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম

মাটিবাহী ট্রলি চাপায় উর্মিলা খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ৪নং নগর ইউনিয়নের নগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উর্মিলা উপজেলার তালশো গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায় শুক্রবার সকালে নগর বাজারে একটি ভ্যানের উপরে উর্মিলা বসা ছিল। এসময় একটি মাটিবাহী ট্রলি পেছনদিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে উর্মিলা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রলিটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে উর্মিলা গুরুতর জখম হয়। এলাকাবাসী আহত উর্মিলাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ ঘাতক ট্রলি এবং এর চালককে আটক করতে পারেনি।

আরও দেখুন

ধর্ষনের শিকার আছিয়ার মৃত্যর প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ধর্ষনের শিকার আছিয়ার মৃত্যর প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …